ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ধুলদি রাজাপুরের দেওয়ানকান্দি গ্রামের প্রবাস ফেরত এক দম্পতিকে প্রতিপক্ষের লোকজন মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে থানায় অভিযোগ দাখিলের পর সেই দম্পতিকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। দম্পতিটি এখন ঘরবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন। এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে পরিবারটি।
অভিযোগ ও ভুক্তভোগী পরিবারটির সাথে কথা বলে জানা গেছে, ধুলদি রাজাপুরের দেওয়ানকান্দি গ্রামের মো. শফি শেখ ও সাবিনা আক্তার কাজের জন্য দীর্ঘদিন ধরে প্রবাসে ছিল। গত কয়েকমাস আগে তারা দেশে ফিরে আসেন। সম্প্রতি, পারিবারিক বিষয় নিয়ে স্থানীয় সেলিম শেখ গংদের সাথে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে গত শনিবার সেলিম শেখ, সাইদুল, নুরু শেখসহ বিভিন্ন এলাকার ১০/১৫ ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এসময় হামলাকারীরা শফি শেখ ও তার বাবা আদেল শেখ, ভাই মফিজ শেখ, সাইমন, ভাইয়ের স্ত্রী সুমি বেগমকে পিটিয়ে জখম করে। তাদের মধ্যে দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়। মারপিটের সময় হামলাকারীরা ঘরে ঢুকে ষ্টিলের বাক্স ভেঙে সেখান থেকে ৫ লাখ টাকা, কয়েক ভরি স্বর্নালংকার নিয়ে যায় বলে অভিযোগ। যাবার সময় তারা হুমকি দিয়ে যায় এ নিয়ে বাড়াবাড়ি করলে হত্যা করা হবে। এ ঘটনার পর শফি শেখের স্ত্রী সাবিনা আক্তার ফরিদপুর কোতয়ালী থানায় একটি অভিযোগ দাখিল করে। থানায় অভিযোগ দেবার পর আরো ক্ষিপ্ত হয় প্রতিপক্ষ। তারা প্রতিনিয়ত এখন প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন সাবিনা আক্তার।
এদিকে, অভিযুক্ত সেলিম শেখ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, একটি ঘটনার বিষয় জানতে আমি তাদের বাড়িতে গেলে আমার উপর তারা হামলা করে। পরে আমার লোকজন এসে আমাকে উদ্ধার করে নিয়ে যায়। সেই সময় দুইপক্ষের মাঝে হাতাহাতির কিছু ঘটনা ঘটে। শফি ও তার স্ত্রীকে প্রাণনাশের কোনো হুমকি দেওয়া হয়নি।
অভিযোগের তদন্তকারী অফিসার ফরিদপুর কোতয়ালী থানার এসআই সনাতন দত্ত বলেন, স্বাক্ষ্য দেবার জন্য বর্তমানে আমি ফরিদপুরের বাইরে আছি। বিষয়টি কি অবস্থায় আছে তা থানায় আসার পর জানাতে পারবো।
বিডি প্রতিদিন/হিমেল