বাংলাদেশ প্রতিদিনের এক যুগ পেরিয়ে দুই যুগে প্রবেশ উপলক্ষে সিদ্ধিরগঞ্জে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ের হাজী ইব্রাহিম খলিল শপিং কমপ্লেক্সের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন চিশতী সিপলুর সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান বিএসসি, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, সিদ্ধিরগঞ্জ থানার (ওসি) মশিউর রহমান, কাঁচপুর হাইওয়ে থানার (ওসি) মো. সাজ্জাদ করিম খাঁন, হাইওয়ে পুলিশ শিমরাইল ক্যাম্পের ইনচার্জ (আইসি) মশিউর আলম, টিআই মো. ওমর ফারুক, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি নাসিক কাউন্সিলর মতিউর রহমান মতি।
আরও উপস্থিত ছিলেন নাসিক ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন, সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম বাবুল, সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসাইন, সাংবাদিক এমরান আলী সজিব, ব্যবসায়ী মো. জালাল উদ্দিন, মো. খলিলুর রহমান, গোলাম মাওলা, সাইফুল মাদবর, সুমন মাদবর, সাংবাদিক এসকে মাসুদ রানা, মো. কবির হোসেন, জাকির হোসেন, কামরুল হাসান, আরিফ হোসেন, এম এইচ সৈকত ও বাংলাদেশ প্রতিদিনের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি এম এ শাহীন প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশ প্রতিদিন খুব অল্প সময়ে পাঠকপ্রিয়তা অর্জন করেছে। শুধু প্রিন্ট ভার্সনই এগিয়ে নয়, এটির অনলাইনও পাঠকপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। বাংলাদেশ প্রতিদিন প্রচার সংখ্যার দিক থেকে শীর্ষে অবস্থান করছে।
বিডি প্রতিদিন/এমআই