নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১১টায় নড়াইলের কালিয়ায় আবাহনী ক্রীড়াচক্র কার্যালয়ে কেক কাটা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেক কাটা অনুষ্ঠানের উদ্বোধন করেন কালিয়া পৌর মেয়র মো.ওয়াহিদুজ্জামান হীরা।
এ সময় জোনায়েদ হাবীবের সঞ্চালনায় প্রতিথযশা সাংবাদিক দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি ও কালিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.শাহীদুল ইসলাম শাহী’র সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের নড়াইল জেলা প্রতিনিধি সাজ্জাদ হোসেন, দৈনিক খবরের জেলা প্রতিনিধি শেখ ফসিয়ার রহমান, দৈনিক আজকের পত্রিকার কালিয়া প্রতিনিধি কামরুজ্জামান কামাল, বঙ্গবন্ধু পরিষদ কালিয়া পৌর শাখার সাধারণ সম্পাদক এসএম সাখাওয়াত,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কালিয়া উপজেলা শাখার সভাপতি জামান হোসেন জন ও কালিয়া পৌর ছাত্রলীগের সভাপতি তানবিরুল ইসলাম তানবীর প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি কালিয়া পৌর মেয়র মো.ওয়াহিদুজ্জামান হীরা বলেন, ‘বাংলাদেশ প্রতিদিন প্রচার সংখ্যায় শীর্ষস্থান ধরে রেখে দুই যুগে পা রেখে বাংলাদেশের গণমাধ্যম ইতিহাসে নজিরবিহীন সফলতা দেখিয়েছে।’ পরিশেষে তিনি বাংলাদেশ প্রতিদিনের প্রকাশক, সম্পাদকসহ সকল সাংবাদিক কলাকুশলীদের শুভেচ্ছা জানান। আলোচনা সভা শেষে অতিথিরা দুই যুগে পদার্পণের কেক কাটেন এবং পরে একটি আনন্দ র্যালি বের করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল