দুই যুগে প্রবেশ উপলক্ষে নোয়াখালীতে কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগের পরিচালনায় নোয়াখালী প্রেসক্লাবে মঙ্গলবার দুপুরে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়।
নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খান সোহেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন এবং আলোচনা সভায় বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার, আলমগীর ইউসুফ, সাবেক সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান চৌধুরী, শাহ এমরান মো. সুজন, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হক আনোয়ার, সিনিয়র সাংবাদিক আবু নাসের মঞ্জু, কালের কণ্ঠের সামছুল হাছান মীরন, মানবজমিনের নাছির উদ্দীন বাদল, সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, প্রথম আলোর মাহবুবুর রহমান, চ্যানেল ২৪-এর সুমন ভৌমিক, চলতি ধারার সম্পাদক এমবি আলম, দিশারীর সম্পাদক আকাশ মো. জসিম, ডিবিসির আসাদুজ্জামান কাজলসহ প্রমুখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন যমুনা টিভির সবুজ, চ্যানেল আইয়ের শিবলু, দেশ টিভির মাহবুব, সময়ের আলোর মাহবুব, সাংবাদিক আবদুল মোতালেব, নুর রহমান, মোছলেহ উদ্দিন, মো. সোহেল, আজাদ, তসলিম শিকদার, ইনজামুল হক আনন্দ, ফয়সল ও লেখক ফখরুল ইসলামসহ অনেকে।
বক্তারা বাংলাদেশ প্রতিদিনের বস্তুনিষ্ঠ সংবাদের প্রশংসা এবং উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
বিডি প্রতিদিন/এমআই