গাজীপুরের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একজন নিহত হয়েছেন। মঙ্গলবার কাঞ্চন-মীরের বাজার বাইপাস সড়কের নাগরী ইউনিয়নের গলান দর্জিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম-জসিম উদ্দিন (৩২)। তিনি কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের গলান দর্জিবাড়ি এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে।
কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ফাঁড়ির এস আই মধুসুদন পান্ডে জানান, মঙ্গলবার সকালে কালীগঞ্জের পানজোড়া এলাকা থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন জসিম। পথে কাঞ্চন-মীরের বাজার বাইপাস সড়কের গলান দর্জিবাড়ি এলাকায় পৌঁছলে মীরের বাজারগামী একটি ট্রাক ওই মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সড়কের উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন জসিম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার এবং ঘাতক ট্রাকটিকে আটক করে। তবে ট্রাকের চালক পালিয়ে যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এএম