পটুয়াখালীর গলাচিপায় বিশ্ব ভোক্তা অধিকার দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ক্যাব-এর যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু ও গলাচিপা থানার অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার ইসলাম।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. ওলিউল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহাবুব হাসান শিবলী, খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. আজাহারুল ইসলাম প্রমুখ।
সভায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এবং বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় লিফলেট ও আইনগত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় ইউএনও আশিষ কুমার বলেন, গুরুত্ব দিয়ে বাজার নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার বিষয়ে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর