বাংলাদেশ প্রতিদিনের দ্বাদশ বর্ষ পেরিয়ে দুই যুগে প্রবেশ উপলক্ষে বোয়ালমারীতে র্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় এক বর্ণাঢ্য র্যালি শেষে বোয়ালমারী অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বোয়ালমারী বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মো. লিয়াকত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আজকের পত্রিকার বোয়ালমারী প্রতিনিধি রাসেল আহমেদ, দৈনিক যায়যায় দিনের বোয়ালমারী প্রতিনিধি দিপংকর পোদ্দার অপু।
আরও বক্তব্য রাখেন শিক্ষাবিদ অলোক কান্তি দাস, রাজনীতিবিদ গোলাম কুদ্দুস মোল্যা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জীবন কুমার পাল, কবি অধ্যাপক নাসরিন সাজ্জাদ ও অধ্যাপক কাজী তারেক পারভেজ প্রমুখ। পরে অতিথিরা কেক কেটে বাংলাদেশ প্রতিদিনের ১২ বছর পূর্তি ও দুই যুগে পদার্পণ উদ্বোধন করেন।
বিডি প্রতিদিন/এমআই