বৃদ্ধাশ্রমে কেক কেটে পটুয়াখালীতে উদযাপিত হলো পাঠক প্রিয় দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার দুই যুগে প্রবেশ উৎসব। আজ মঙ্গলবার বেলা ১১টায় পটুয়াখালী শহরের টাউন কালিকাপুর এলাকার চৌরাস্তা সংলগ্ন দক্ষিন বঙ্গ বৃদ্ধাশ্রমে বয়স্কদের নিয়ে কেক কেটে অনুষ্ঠানটি উদযাপন করেন সাংবাদিকরা।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি কাজী সামশুর রহমান ইকবাল, প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপন ব্যাণার্জী, প্রেসক্লাবের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ও প্রথম আলো পত্রিকার প্রতিনিধি শংকর লাল দাস, মাই টিভির প্রতিনিধি মশিউর রহমান বাবলু, সময় টিভির প্রতিনিধি মো. মনির হোসেন বাদল, দৈনিক সোঁনালী খবর পত্রিকার প্রতিনিধি মো. কামরুজ্জামান হেলাল, বাংলা টিভির প্রতিনিধি সৈয়দ হুমায়ুন কবির, নাগরিক টিভি’র জেলা প্রতিনিধি মো. শফিকুল ইসলাম সুমন, এনজিও কর্মী মোহাম্মদ ইউসুফসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
এছাড়াও চ্যানেল আই’র প্রতিনিধি মো. এনায়েতুর রহমান, জনকণ্ঠ ও ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি মো. মোখলেছুর রহমান, বৈশাখী টিভি ও দৈনিক যায় যায় দিন পত্রিকার প্রতিনিধি আবদুস সালাম আরিফ, ডি ভি সি টেলিভিশিনের প্রতিনিধি মহিবুল্লাহ চৌধুরী, এসএ টিভির প্রতিনিধি মো. জহিরুল ইসলাম, আজকের পত্রিকার প্রতিনিধি মীর মহিবুল্লাহ, সাংবাদিক মো. রায়হান, সময় টিভির ক্যামেরা পারসন সুজন দাম প্রমূখ উপস্থিত ছিলেন।
এসময় বাংলাদেশ প্রতিদিন পত্রিকা ও নিউজ টোয়েন্টিফোর টিভির পটুয়াখালী প্রতিনিধি সঞ্জয় কুমার দাস পত্রিকার পক্ষ থেকে বৃদ্ধাশ্রমের সদস্যদের একদিনের খাবারের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। সব শেষে উপস্থিত বৃদ্ধাশ্রমের সদস্য ও অতিথীদের মাঝে কেক, মিষ্টি ও বিভিন্ন খাবার সামগ্রী বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল