নেত্রকোনায় দেশের সর্বাধিক প্রচারিত পাঠকপ্রিয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের দুই যুগে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোখলেছুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান। আলপনা বেগমের সঞ্চালনায় বক্তব্য রাখেন নেত্রকোনা পৌরসভা মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফকরুজ্জামান জুয়েল, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আইয়ূব আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, নেত্রকোনা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. কামরুল হাসান, আবু আব্বাস ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নাজমুল কবীর সরকার।
আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আউয়াল শাওন, সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ খান, পরিবেশ সংরক্ষণকারী প্রতিষ্ঠান বারসিকের সমন্বয়কারী মো. অহিদুর রহমান, নারী প্রগতি সংঘের ব্যবস্থাপক মৃণাল কান্তি চক্রবর্তী, আমাদের নেত্রকোনা পত্রিকার সম্পাদক মাহফুজুর রহমান, প্রথম আলোর সাংবাদিক পল্লব চক্রবর্তী, মাই টিভির আনিসুর রহমান ও ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মিঠুন শর্মা অভিসহ অনেকেই।
সকল অতিথিদের নিয়ে দুই যুগে পদার্পণ উপলক্ষে ১৩ পাউন্ডের কেক কাটেন নগরপিতা পৌর মেয়র নজরুল ইসলাম খান ও অতিরিক্ত পুলিশ সুপার মো. ফখরুজ্জামান জুয়েল।
বিডি প্রতিদিন/এমআই