কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা'র সংঘর্ষে শাফিউল ইসলাম (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে নন্দীপাড়া আবদুল মতিন খসরু মহিলা কলেজের সামনের সড়কে এ ঘটনা ঘটে। নিহত শাফিউল দিনাজপুর সদর এলাকার বিশম্বরপুর গ্রামের হামিদুর রহমানের ছেলে। তিনি এই এলাকায় বেড়াতে এসেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের নন্দীপাড়া আবদুল মতিন খসরু মহিলা কলেজের সামনের সড়কে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল আরোহী শাফিউল ছিটকে সড়কে পড়ে যান। তার মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। তাকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. তুহিন শাফিউলকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণপাড়া থানার ওসি অপ্পেলা রাজু নাহা বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে। তার স্বজনদের খবর দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএম