নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলে তাঁতীদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) সকালে শহরের ভিক্টোরিয়া রোডস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ করে জেলা তাঁতীদল নেতৃবৃন্দ।
এসময় জেলা তাাঁতীদলের আহ্বায়ক শাহ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামিল শাহিন ও জেলা যুবদলের আহ্বায়ক আশরাফ পাহেলী প্রমুখ।
সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আতাউর রহমান জিন্নাহ, মেহেদেী হাসান আলীম, জেলা তাঁতীদলের সদস্য সচীব রফিকুল ইসলাম রফিক, জেলা মহিলাদলের সাবেক সভানেত্রী নিলুফার ইয়াসমিন, জেলা ছাত্রদলের আহবায়ক দুর্জয় হোড় শুভ’সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলাদল ও তাঁতীদলের সকল উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল