দেশের সর্বাধিক প্রচারিত বাংলাদেশ প্রতিদিন দ্বাদশ বর্ষ পেরিয়ে দুই যুগে পদার্পণ উপলক্ষে নাটোরে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় শহরের কানাইখালীস্থ ইউনাইটেড প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোরের জেলা প্রশাসক শামীম আহম্মেদ।
ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার লিটন কুমার সাহা ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন।
আরও বক্তব্য রাখেন গণমাধ্যমকর্মী হালিম খান, আল মামুন, ইসাহাক আলী, আব্দুল মজিদ, নাইমুর রহমান, মেহেদী হাসান বাবু, সমাজসেবক খাঁন মামুন, বাংলাদেশ প্রতিদিনের নাটোর প্রতিনিধি নাসিম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে প্রয়াত বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিটের নীরবতা পালন করা হয়।
বিডি প্রতিদিন/এমআই