কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ঝিমংখালী এলাকার মাছের ঘেরে অভিযান চালিয়ে ৫ কোটি ৩৮ লাখ টাকা মূল্যের এক কেজি ৭৬ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার ভোরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকার জনৈক নুর কবিরের মাছের ঘেরে মাদকের একটি বড় চালান লুকায়িত অবস্থায় রয়েছে- এমন তথ্যের ভিত্তিতে ঝিমংখালী বিওপি এবং ব্যাটালিয়ন সদর এর ২টি বিশেষ টহলদল তাৎক্ষণিকভাবে তল্লাশি অভিযান পরিচালনা করে। তল্লাশির একপর্যায়ে নুর কবিরের মাছের ঘেরের জালের ভেতর লুকায়িত অবস্থায় ৫ কোটি ৩৮ লাখ টাকা মূল্যের এক কেজি ৭৬ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।
এ সময় ঘেরের মালিক বা অন্য কোন বেসামরিক ব্যক্তি না থাকায় কোন পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। ঘেরের মালিককে আটকের জন্য সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও তাকে আটক করা সম্ভব হয়নি। পলাতক আসামিকে আটকের জন্য ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। পলাতক আসামি হলেন টেকনাফ হোয়াইক্যং (খারাংখালী) পূর্ব মহেশখালীয়া পাড়ার মো. নুর কবির (৩২)।
তিনি আরও জানান, ঘেরের মালিককে পলাতক আসামি দেখিয়ে জব্দকৃত ক্রিস্টাল মেথ আইসগুলো টেকনাফ মডেল থানায় দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর