বগুড়ায় জুট মিলের নারী শ্রমিককে ধর্ষণের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত ধর্ষকদের মধ্যে চারজনই ১৮ বছরের নিচে এবং অপরজন বগুড়া সদর উপজেলার ইসলামপুর হরিগাড়ি এলাকার মোহন মিয়া (২০)।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১১ মার্চ (শুক্রবার) রাতে বগুড়া শহরের ইসলামপুর হরিগাড়িতে অবস্থিত হাসান জুট মিলের সৌজন্যে শ্রমিকদের নিয়ে প্রীতিভোজের আয়োজন করা হয়। প্রীতিভোজ শেষে নারী শ্রমিক (২৬) এর একটি মোবাইল ফোন হারিয়ে যায়। এ সময় গ্রেফতারকৃত মোহন মোবাইল ফোন পাওয়া যাবে মর্মে হাসান জুট মিলের পাশের একটি বাঁশঝাড়ে নিয়ে যায়। সেখানে পূর্বে থেকে ওৎ পেতে থাকা আরও ৪ কিশোর নারী শ্রমিকের হাত, পা ও মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে।
এ সময় নারী শ্রমিকের চিৎকারে কয়েকজন এগিয়ে গেলে ধর্ষণরা পালিয়ে যায়। পরে ১৩ মার্চ বগুড়া সদর থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করে ভুক্তভোগী ওই নারী শ্রমিক।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, মামলার সূত্র ধরে ওই ৫ জনকে তাদের নিজনিজ বাড়ি হরিগাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে মোহনকে আদালতে প্রেরণ করা হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
বিডি প্রতিদিন/আবু জাফর