বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভাকে উপহার হিসেবে লাইফ সাপোর্ট সুবিধাযুক্ত একটি আধুনিক প্রযুক্তির অ্যাম্বুলেন্স দিয়েছে ভারত সরকার। মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় দূতাবাসের সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়না মোংলা পোর্ট পৌরসভার মেয়র শেখ আব্দুর রহমানের কাছে অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করেন।
অনুষ্ঠানে ভারতীয় দূতাবাসের সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়না বলেন, ভারত স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের পাশে থেকেছে। প্রতিবেশী দেশ হিসেবে বর্তমানে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নতিতে ভারত সরকার আনন্দিত। অ্যাম্বুলেন্সটিতে আধুনিক যন্ত্রপাতি রয়েছে। এটি রোগীদের মানসম্মত জরুরী সেবা ও ট্রমা লাইফ সাপোর্ট প্রদান করতে পাবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার, ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম।
উল্লেখ্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বছর বাংলাদেশে দুদিনের রাষ্ট্রীয় সফরকালে স্বাস্থ্যসেবায় উন্নয়ন ও মহামারী করোনা পরিস্থিতি যৌথভাবে মোকাবিলার জন্য বাংলাদেশকে ১০৯ টি লাইফ সাপোর্ট সুবিধাযুক্ত অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা দেন। এর একটি ভারত সরকারের পক্ষ থেকে উপহার হিসেবে বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভাকে প্রদান করা হলো।
বিডি প্রতিদিন/হিমেল