হবিগঞ্জে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মুনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি মো. ফজলুর রহমান, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, বীর মুক্তিযোদ্ধা সাবেক জেলা কমান্ডার মুন্সী আব্দুর রহিম জুয়েল, হবিগঞ্জ সদর মডেল থানার ওসি তদন্ত মো. নাজমুল হক কামাল, ব্যাংকার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, ব্যাংকার ও সংগঠক শাহ জয়নাল আবেদীন রাসেল।
আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক পাবেল খান চৌধুরী, দৈনিক মানব কন্ঠের জেলা প্রতিনিধি শরীফ চৌধুরী, এশিয়ান টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি এসএম সুরুজ আলী, দৈনিক যায়যায় দিনের জেলা প্রতিনিধি নূরুল হক কবির, দৈনিক বিজয়ের প্রতিধ্বনির সম্পাদক আনিছুজ্জামান চৌধুরী রতন, কবি ও সাহিত্যিক অপু চৌধুরী, সাংবাদিক সাইফুর রহমান তারেক, নায়েব হোসাইন, সৈয়দ মশিউর রহমান প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কবি, সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এমআই