কক্সবাজারে তুলে নিয়ে এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার দুপুরে ওই নারী বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় এ মামলা দায়ের করেন। মামলায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা পাঁচজনসহ ৯ জনকে আসামি করা হয়েছে।
মামলার আসামিরা হল- কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ফিরোজ আহমদ, রাসেল উদ্দিন, নুরুল ইসলাম ও মো. শরীফ।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার দুপুরে কক্সবাজার আদালত এলাকা থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ এনে এক নারী এজাহার দায়ের করেন। ওই নারীর লিখিত এজাহারটি মঙ্গলবার দুপুরে মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। মামলায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা পাঁচজনসহ ৯ জনকে আসামি করা হয়েছে। ওই নারীর শারীরিক পরীক্ষার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদেরকে ধরতে পুলিশি অভিযান চলছে।
বিডি প্রতিদিন/এএম