নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের সাথে মাদক, ইভটিজিং, বাল্য-বিবাহ, কিশোর গ্যাং সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উদ্যােগে এম.ডব্লিউ হাই স্কুলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এম.ডব্লিউ হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. নাজমুল হাসান। এসময় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান পিপিএম বার এবং সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক।
প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. নাজমুল হাসান ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, আজকে তোমরা যারা তরুণ রয়েছে তারাই ভবিষ্যতে এদেশকে নেতৃত্ব দিবে। নেতৃত্ব দেওয়া মানে শুধু রাজনীতি করা না। নেতৃত্ব মানে যেকোনো পেশায় থেকে পরিবারকে সেবা করা, সমাজকে সেবা করা তথা দেশকে সেবা করা বুঝায়।
বিশেষ অতিথির বক্তব্যে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান পিপিএম বার ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের শুধু শিক্ষিত হলেই চলবে না মানবিক মানুষ হতে হবে। মানবিক মানুষ না হলে শিক্ষিত হয়ে কোনো লাভ নেই।
বিডি প্রতিদিন/এএম