টাঙ্গাইলের সখীপুরে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে লুৎফর রহমান (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে ঢাকা সখীপুর সড়কের প্রতিমা বংকী এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত লুৎফর রহমান টাঙ্গাইল সদর উপজেলার হাতিলা গ্রামের এলাহি বক্সের ছেলে। এদিকে, দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় ট্রাকটি আটক করে স্থানীয় জনতা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সখীপুর থেকে এক মোটরসাইকেল আরোহী প্রতিমা বংকী বাজারের উত্তর পাশে পৌঁছালে অপরদিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। এতে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। পুলিশ সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় নিহতের পরিবার কোনো মামলা করতে ইচ্ছুক নয় বলে জানিয়েছে পুলিশ।
সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান বলেন, ট্রাকসহ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায়, এ ঘটনায় সখীপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই