ঝিনাইদহের শৈলকূপা উপজেলার আশুরাট গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫টি পরিবারের মাঝে পোশাকসহ নগদ সহায়তা প্রদান করা হয়েছে।
আজ বুধবার সকালে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই ঘটনাস্থল পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের মাঝে শাড়ি, লুঙ্গি, গামছাসহ নগদ টাকা সহায়তা প্রদান করেন। এ সময় কান্নায় ভেঙ্গে পড়েন ক্ষতিগ্রস্তরা।
উল্লেখ্য, গত সোমবার (১৪ মার্চ) বিকালে শৈলকূপার আশুরাট গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সূত্রপাত হওয়া আগুনে পুড়ে যায় ওই গ্রামের ৫টি কৃষকের বসত বাড়ি। ভস্মীভূত হয় ৫ জনের ৭টি ঘরে থাকা ধান, পাট, পোশাক, নগদ টাকাসহ আসবাবপত্র।
বিডি প্রতিদিন/আবু জাফর