আনন্দ আড্ডা আর পত্রিকার সাফল্য কামনায় দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে বেনাপোল প্রেসক্লাবে পালিত হলো পাঠক নন্দিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার এক যুগ পূর্তি অনুষ্ঠান।
মঙ্গলবার সন্ধ্যায় প্রেসক্লাবে জমে ওঠে নতুন প্রবীনের আড্ডা। কেক কেটে শুভ সুচনা করেন প্রেসক্লাবের সভাপতি মহসিন মিলন ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীনসহ প্রমুখ।
রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, মসজিদের ঈমাম-মুয়াজ্জিনসহ অনেকেই উপস্থিত হন দোয়া অনুষ্ঠানে। পত্রিকাটি এক যুগ পেরিয়ে দুই যুগে পদার্পণ এবং নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের মৃত্যুতে দোয়া করেন বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম হাফেজ মাওলানা মো. আজিজুল হক।
বিডি প্রতিদিন/এমআই