বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। আর বিএনপি ক্ষমতায় গেলে লুটপাট করে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।
বুধবার দুপুরে মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে করোনায় বাংলাদেশের এক কোটি মানুষের মৃত্যুর আশংকা ছিল। সেখানে প্রধানমন্ত্রীর সঠিক নেতৃত্বে এবং আল্লাহর অশেষ রহমতে করোনা মোকাবেলায় অন্যান্য দেশের চেয়ে আমাদের সফলতা অনেক বেশি। সব দিক দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে।
মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শেখ হেলাল উদ্দীন এমপি’র সহধর্মীনী রূপা চৌধুরী, বাগেরহাট জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভূঁইয়া হেমায়েত উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি কালিপদ বিশ্বাস, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা, আওয়ামী লীগ নেতা শিকদার ওয়ালিদ হোসেন, শহীদ মেহফুজ রচা, ইউসুফ আলী খান, আবুল বাশার মোল্লা, উপজেলা যুবলীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান মো. সেলিম রেজা, সাধারণ সম্পাদক মুন্সি তানজিল হোসেন, ছাত্রলীগ সভাপতি রেজওয়ান চৌধুরী প্রমুখ।
বিডি প্রতিদিন/আবু জাফর