ভারতে পাচারের সময় বিজিবি অভিযান চালিয়ে সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে ২টি স্বর্ণের বারসহ শাহারুল ইসলাম নামে এক চোরাকারবারীকে আটক করেছে। তিনি কলারোয়া উপজেলার উত্তর ভাদিয়ালী গ্রামের মো. আতিয়ার সরদারের ছেলে।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার সময় উপজেলার রাজপুর পোড়া মাঠের মেহেগনি বাগান এলাকা থেকে তাকে আটক করা হয়।
সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবির দেওয়া তথ্য মতে, মাদরা বিওপির টহল কমান্ডার নায়েক মো. আহসান হাবিবের নেতৃত্বে বিজিবি’র একটি টহলদল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ১০ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া সীমান্ত থেকে ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাওয়ার সময় চোরাকারবারী শাহারুল ইসলামকে (২৫) স্বর্ণের বারসহ আটক করে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর