বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে জামালপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল ১০টায় জামালপুর জেলা পরিষদ প্রাঙ্গণে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন।
এছাড়াও জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মুর্শেদা জামান, পুলিশ বিভাগের পক্ষে পুলিশ সুপার মো. নাছির উদ্দিন আহমেদ, স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন ডা: প্রণয় কান্তি দাস, জেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মোখলেছুর রহমান ছাড়াও জেলা পরিষদ, সদর উপজেলা পরিষদ, জামালপুর জেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এছাড়াও দিবসটি উপলক্ষে আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠন, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জামালপুর শিশু একাডেমি, সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, উদীচী শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন রয়েছে।
বিডি প্রতিদিন/এএম