মানিকগঞ্জে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল সাডে ৭টায় শহীদ স্মৃতিফলকের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক-সহ নানা সংগঠন।
জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মো. গোলাম আজাদ খান পিপিএম বার, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এড.গোলাম মহীউদ্দীন, পৌর মেয়র মো. রমজান আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
মানিকগঞ্জ প্রেসক্লাবের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সহ-সভাপতি গাজী ওয়াজেদ আলম লাভলু, আজিজুল হাকিম ও সেলিম মিয়া।
বিডি প্রতিদিন/ফারজানা