বান্দরবানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের আজ বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামী লীগ অফিস চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উশৈসিং।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার জেরিন আখতার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ আওয়ামী লীগ ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে।
পরে জেলা প্রশাসক চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের পর জাতির পিতার ১০২তম জন্মদিনের কেক কাটেন বান্দরবানের জেলা প্রশাসক তিবরীজি।
বিডি প্রতিদিন/নাজমুল