রাঙামাটিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রলীগের এক নেতা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহতের নাম জয় ত্রিপুরা (৩০)। তিনি রাঙামাটি সদর উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক।
বৃহষ্পতিবার সকাল ৬টার দিকে শহরের জেনারেল হাসপাতাল সংলগ্ন সড়ক ডাকঘর অফিসের সামনে থেকে পুলিশ তার রক্তাক্ত লাশ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙামাটি জেনারেল হাসপাতালে কাজ শেষে রাত আড়াইটার দিকে জয় ত্রিপুরা শহরের দেবাশীষ নগর এলাকায় নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে অস্ত্রধারীরা পথ রোধ করে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সকালে স্থানীয়রা সড়কে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়।
খবর শুনে ঘটনাস্থলে ছুটে যান রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান মো. মহীদুজ্জামান মহসিন রোমান।
ঘটনার বিষয়ে রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি প্রকাশ চাকমা বলেন, যারা আমাদের সহকর্মী জয় ত্রিপুরাকে হত্যা করেছে তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। ঘটনার প্রতিবাদে শুক্রবার সকালে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল করা হবে বলেও জানান তিনি।
নিহত ছাত্রলীগ নেতা জয় ত্রিপুরার লাশ দেখতে রাঙামাটি জেনারেল হাসপাতালে পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন।
রাঙামাটি জেলা অতিরিক্তি পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, ঘটনার বিষয়ে পুলিশের বিশেষ দল তদন্ত করছে। ময়না তদন্তের পর লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। মামলা প্রক্রিয়াধীন।
বিডিপ্রতিদিন/কবিরুল