দেশব্যাপী ১ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির চাল, ডাল ও তেল বিক্রির উপকারভোগী হিসেবে ফরিদপুরে ৭৭ হাজার ৭৫৫টি পরিবারকে তালিকাভুক্ত করা হয়েছে।
২০ মার্চ ফরিদপুর জেলার ২৬টি স্পটে এসব পণ্য বিক্রি শুরু হবে। ফরিদপুরে টিসিবির ৬৩ জন ডিলারের মাধ্যমে প্রতিটি পৌরসভা ও ইউনিয়ন সদরে ৩০ মার্চ পর্যন্ত চলবে এ পণ্য বিক্রি। এ কর্মসূচীর আওতায় প্রতিটি পরিবার ৪৬০ টাকায় ২ লিটার তেল, ২ কেজি ডাল ও ২ কেজি চিনি কিনতে পারবেন।
শুক্রবার বিকেলে ফরিদপুর সার্কিট হাউজে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক অতুল সরকার এ তথ্য জানান। তিনি বলেন, ইতোপূর্বে করোনাকালে প্রধানমন্ত্রীর দেয়া ২৫শ' টাকা এবং ভিজিডি ও ভিজিএফের তালিকাভুক্ত হতদরিদ্রদের তালিকাকে ভিত্তি করে ফ্যামিলি কার্ডের তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রত্যেককে দুটি কার্ড দেয়া হবে। এগুলো দিয়ে ১৫ দিন অন্তর দুবার এসব পণ্য কিনতে পারবেন তারা। ফ্যামিলী কার্ডের পণ্য বিক্রির পাশাপাশি চলমান টিসিবি পণ্য বিক্রি ও খাদ্যবান্ধব সহায়তার অন্যান্য কর্মসূচিও চলবে।
এসময় ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক দীপক কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক মো. লিটন আলী, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা, অতিরিক্ত পুলিশ সুপার এমদাদুল হক সহ সরকারী কর্মকর্তা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে সংশ্লিষ্টরা জানান, প্রধানমন্ত্রীর ২৫শ' টাকা উপহারের তালিকায় মৃত ব্যক্তি বা একই পরিবারের দুজনের নামসহ কিছু সমস্যা ছিলো। আমরা সেই তালিকাকে বেজ ধরে নতুন তালিকা করেছি। আগের তালিকাকেই পুরোপুরি নেইনি। ২৫শ' টাকার উপকারভোগী তালিকার সাথে ভিজিডি, ভিজিএফ পাওয়া হতদরিদ্রদেরই এই কার্ড দেয়া হয়েছে।উপকারভোগীদের বাসায় যেয়ে তাদের টোকেন দেয়া হয়েছে। পণ্য বিতরণের আগেই তারা জেনে যাবেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন