নিখোঁজের ১২ ঘণ্টা পর ময়মনসিংহের ফুলপুরে নদী থেকে ইবরাহিম (৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
শিশু ইবরাহিম পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার ধুরাইল গ্রামের উসমান-সাবিনা দম্পতির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইবরাহিম তার নানার বাড়ি ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের দনারভিটা গ্রামে থাকত।
তার নানা কৃষক ছাবির জানান, ইবরাহিমকে শুক্রবার দুপুর থেকে আর পাওয়া যাচ্ছিল না। পরে অনেক খোঁজাখুঁজির পর সকাল ৬টার দিকে ভোগাই মালিঝি নদীতে তার লাশ পাওয়া যায়।
এ বিষয়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল