ঝিনাইদহ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে বাবুল-সাঈদ পরিষদের নির্বাচনী কার্যালয় ব্যাপক ভাংচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ঘটনা ঘটে।
জানা যায়, শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ২৫ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মাজহারুল ইসলাম বাবুল, সাইদুল ইসলাম সাঈদ পরিষদ ও ওলিয়ার রহমান খান, আশরাফুজ্জামান খোকন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।
সভাপতি পদপ্রার্থী মাজহারুল ইসলাম বাবুল অভিযোগ করেন, শুক্রবার গভীর রাতে নির্বাচনে প্রতিপক্ষ ওলিয়ার-খোকন পরিষদের সমর্থক ২৫ থেকে ৩০ জন শ্রমিকের একটি দল নির্বাচনী কার্যালয়ে হামলা চালায়। সেসময় তারা অফিসে থাকা চেয়ার, টেবিল ভাংচুর ও ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলে। ঘটনার খবরে শনিবার সকালে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা শুরু হয়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাইদুল ইসলাম সাঈদ আভিযোগ করে বলেন, রাতে আমাদের নির্বাচনী কার্যালয়ে ভোটারদের নিয়ে বসেছিলাম। সেসময় প্রতিপক্ষ গ্রুপ ওলিয়ার রহমান খান ও আশরাফুজ্জামান খোকনের দলীয় লোকজন নিয়ে আমাদের নির্বাচনী কার্যালয়ে অতর্কিত হামলা চালায়। সেসময় আমরা দৌড়ে পালিয়ে যাই। পরে তারা আমাদের নির্বাচনী কার্যালয় ব্যাপক ভাংচুর করে। এ ঘটনায় আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
এ ব্যাপারে প্রতিপক্ষের সভাপতি পদপ্রার্থী ওলিয়ার রহমান খান বলেন, রাত ১০টার দিকে ওরা আমাদের নির্বাচনী কার্যালয় ভাংচুর করে। তারপর এই ঘটনাটি ঘটেছে।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মাদ সোহেল রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/ফারজানা