রাজবাড়ীর কালুখালীতে বাসচাপায় নগেন্দ্র নাথ প্রমাণিক (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় কালুখালীর গড়িয়ানা কালিবাড়ী নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নগেন্দ্র নাথ প্রমানিক কালুখালী উপজেলার মাদপুর ইউনিয়নের গড়িয়ানা গ্রামের মৃত উপেন্দ্র নাথ প্রমাণিকের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী জামান পরিবহন (রাজবাড়ী-ব-১১-০০৭৫) বাসটি গড়িয়ানা নামক স্থানে পৌঁছালে পথচারী নগেন্দ্রকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পাংশা হাইওয়ে থানার এস. আই মো. সালাহউদ্দীন বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে বাসকে আটক করেছি। মরদেহ উদ্ধার করে রাজবাড়ী মর্গে প্রেরণের ব্যবস্থা করছি।
বিডি প্রতিদিন/ফারজানা