সারাদেশে ১ কোটি পরিবারের হাতে টিসিবির পণ্য পৌঁছে দেয়ার অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় ৮৪ হাজার ৩৪৭ পরিবারের মাঝে ন্যায্যমূল্যে পণ্য পৌঁছে দেয়া হবে। এ বিষয়ে শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক শাহগীর আলম জানান, রবিবার শহরের টেংকের পাড় মাঠে টিসিবির পণ্য পৌঁছে দেওয়ার কার্যক্রমের উদ্বোধন করা হবে। কার্যক্রমের আওতায় ব্রাহ্মণবাড়িয়ার ৯টি উপজেলায় রোজার আগে এবং রোজার মধ্যবর্তী সময়ে ভর্তুকি মূল্যে পণ্য পৌঁছে দেয়ার কাজ চলবে। এ সময় টিসিবির ডিলারদের মাধ্যমে প্রতি পরিবারকে দুই কেজি করে চিনি, মশুর ডাল, সয়াবিন তেল, ছোলা সরবরাহ করা হবে। চিনি ৫৫টাকা কেজি, মশুর ডাল ৬৫ টাকা কেজি, সয়াবিন তেল ১১০টাকা লিটার ও ছোলা ৫০ টাকা কেজি দর ধরা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিনের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল