মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বীর মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর ও আখাউড়া উপজেলার বীর মুক্তিযোদ্ধারকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার মুক্তিযোদ্ধাদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
রুমানা আক্তার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা গাজী মো. রতন মিয়া, সুবেদার অব. ওয়াছেল সিদ্দিকী, মো. আবু হুরায়রা, আবুল কালাম ভূইয়া, সৈয়দ জামসেদ শাহ্, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সফিক আলেয়া প্রমুখ।
পরে ২০ জন মুক্তিযোদ্ধাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয়। এদিকে দুপুরে উপজেলার মোগড়া ইউনিয়নের মোগড়া উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধাদের সম্মানে আরও একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/হিমেল