পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। শনিবার সকালে বাংলাদেশেরর ওয়ার্কাস পার্টি বিজয়নগর উপজেলা শাখা চান্দুরা ডাকবাংলোর সামনে এ কর্মসূচির আয়োজ করে। এ সময় দেশে ভোগ্য পণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়।
জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য ও বিজয়নগর যুব মৈত্রী আহ্বায়ক সঞ্জয় রায় পোদ্দার এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিজয়নগর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পি, জাতীয় কৃষক সমিতি বিজয়নগর উপজেলার আহ্বায়ক মো. বিল্লাল মিয়া, উপজেলা ওয়ার্কাস পার্টির সদস্য আব্দুল আজিজ, বেদন মিয়া, যুব মৈত্রীর জামির মিয়া, অপূর্ব দেব, সোহেল মিয়া প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল