কুড়িগ্রামে বীর মুক্তিযোদ্ধাদের রোড শো অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম চত্বর থেকে পরপর ৫টি সজ্জিত ট্রাকে করে বাদ্যযন্ত্রসহ মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানগণ অংশ নেন। এছাড়া এ রোড শো জেলার বিভিন্ন উপজেলাতেও প্রদক্ষিন করে।
এ রোড শোর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি মো: জাফর আলী (সাবেক এমপি), পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই বীর প্রতীক প্রমুখ।
মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে রোড শোতে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সন্তানরা। ট্রাকে করে ৫০টি জাতীয় পতাকা এবং ৫০ বছরের সরকারের উন্নয়ন-অগ্রযাত্রার প্রতিচ্ছবি এতে তুলে ধরা হয়।
বিডি প্রতিদিন/এএম