জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে আলোকিত করছেন। তার সকল স্বপ্ন বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা। দেশের ক্রীড়াঙ্গন এখন দেশের মাটিতে নয় বিশ্বের মাটিতেও উজ্জল নক্ষত্র হয়ে দাঁড়িয়েছে। দেশকে বড় সম্মানের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এটা সম্ভব হয়েছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পরপরই। তিনি যেভাবে ক্রীড়াঙ্গনকে উন্নত করেছেন বিগত কোনো সরকারের আমলে তা হয়নি। আগামী দিনে দেশ পরিচালনা করবে আজকের ক্রীড়াবীদরা।
শনিবার দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২২এর সমাপনী ও পুরস্কার বিতরনকালে তিনি এসব কথা বলেন।
আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ডিসপ্লে প্রদর্শন করা হয়।
দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর প্রফেসর মো. কামরুল ইসলাম-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার), বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাধ্যমিক) পরিচালক প্রফেসর মোহাম্মদ বেলাল হোসাইন, বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শারীরিক শিক্ষা ও সম্পাদক উপ-পরিচালক মো. আক্তারুজ্জামান, মাউশির পরিচালক (অর্থ ও সংগ্রহ) প্রফেসর মো. সিরাজুল ইসলাম, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর আব্দুল আলীম, যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আহসান হাবিব, বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস, দিনাজপুর শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর মো. জহির উদ্দীন প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল