নীলফামারীতে এক লাখ ৫৬ হাজার ৪৭১টি পরিবারের মাঝে টিসিবির মাধ্যমে পণ্য বিক্রয় করা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। শনিবার বিকেলে নীলফামারী সরকারী গণগ্রন্থাগার মিলনায়তনে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।
নীলফামারী জেলার ছয় উপজেলায় ১ লাখ ৪২ হাজার ১৭৮ জন এবং চার পৌরসভায় ১৪ হাজার ২৯৩ জন সুবিধাভোগী নির্বাচন করা হয়েছে।
রবিবার সকাল দশটায় জেলা সদরের টুপামারী ইউনিয়নের রামগঞ্জ বাজারে আনুষ্ঠানিক ভাবে এই বিক্রয় কর্মসুচীর উদ্বোধন করা হবে। এই পয়েন্টে ৫১২ জন সয়াবিন তেল, চিনি ও মশুর ডাল কিনতে পারবেন।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, নেজারত ডেপুটি কালেক্টর(এনডিসি) রমিজ আলম উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম