আগামীকাল রবিবার থেকে ময়মনসিংহের ফুলপুর উপজেলায় পবিত্র রমজান মাস উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি শুরু হচ্ছে।
রবিবার পৌরসভা এলাকার ফুলপুর সরকারি কলেজ মাঠ, কাজিয়াকান্দা কামিল মাদরাসা মাঠ ও চরপাড়া গ্রামের ১ হাজার ৫৫৭টি পরিবারের কাছে টিসিবির চিনি, ডাল, তেল ও পিয়াজ বিক্রি করা হবে।
এদিন, হিজড়া, বেদে, আনসার ও ভিডিপিসহ নিম্ন আয়ের মানুষজন টিসিবির পণ্য ক্রয় করতে পারবেন।
পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নে মোট ১৪ হাজার ৬৫১টি পরিবারের মাঝে টিসিবির পণ্য বিক্রয় করা হবে।
এছাড়াও ২১ মার্চ ছনধরা ও রামভদ্রপুর ইউনিয়ন, ২২ মার্চ সিংহেশ্বর ইউনিয়ন, ২৩ মার্চ ভাইটকান্দি ইউনিয়ন, ২৪ মার্চ রহিমগঞ্জ ও ফুলপুর সদর ইউনিয়ন, ২৫ মার্চ পয়ারী, ২৬ মার্চ রূপসী ও বালিয়া ইউনিয়ন এবং ২৭ মার্চে বওলা ইউনিয়নে এসব পণ্য বিক্রয় করা হবে।
ফুলপুরের মেসার্স তালুকদার এন্টারপ্রাইজ ও মেসার্স আরএস কনজুমার প্রোডাক্টসহ মোট ৮ জন ডিলারকে টিসিবির পণ্য বিক্রির দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেন।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সিরাজুস সালেহীন, সহকারী প্রোগ্রামার হাবিবুল্লাহসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন