ময়মনসিংহের হালুয়াঘাটে রমজান মাস উপলক্ষে ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয়ের জন্য ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ এর (টিসিবি) পণ্য পাচ্ছেন ১৭ হাজার ১৫ নিম্ন আয়ের পরিবার। ইতোমধ্যেই তাদের ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।
আগামীকাল রবিবার থেকে ১১ জন ডিলারের মাধ্যমে উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৩৬টি পয়েন্টে বিক্রয় কেন্দ্রের মাধ্যমে এসব পণ্য বিক্রয় করা হবে।
এ নিয়ে উপজেলা প্রশাসন প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে সভা করে তালিকা চেয়েছে। জনপ্রতিনিধিদের দেওয়া তালিকা মোতাবেক উপজেলার ১৭ হাজার ৯৭৩ টি পরিবারকে টিসিবির কার্ড ইস্যু করা হয়েছে। তালিকাভুক্ত প্রত্যেক পরিবার টিসিবির নির্ধারিত ডিলারের কাছে ৫৫ টাকা কেজি দরে দুই কেজি চিনি, ১১০ টাকা লিটার করে দুই কেজি সয়াবিন তেল ও ৬৫ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল ভর্তুকি মূল্য ৪৬০ টাকা (প্যাকেজ) দরে ক্রয় করতে পারবেন।
টিসিবির পণ্য বিক্রির তদারকি করতে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, থানা পুলিশ ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের সমন্বয়ে তদারকি টিম গঠন করা হয়েছে। আজ দুপুরে উপজেলা কার্যালয় কক্ষে প্রেস ব্রিফিং এ তথ্য জানান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রেজাউল করিম।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রেজাউল করিম জানান, জনগণের কথা চিন্তা করে সরকার যে উদ্যোগটি নিয়েছেন তা যথাযথভাবে বাস্তবায়নের জন্য ইতোমধ্যে টিসিবির ডিলার নিয়োগ ও তদারকি টিম গঠন করা হয়েছে। তালিকাভুক্ত সকলকে শৃঙ্খলা মেনে টিসিবির পণ্য নেওয়ার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/আবু জাফর