রাঙামাটিতে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।
মঙ্গলবার দুপুর ১২টায় রাঙামাটির বনরূপা কাঁচা বাজার, খুচরা বাজার ও বিভিন্ন শপিংমল পরিদর্শন করেন তিনি। এসময় বিক্রেতাদের কঠোর নির্দেশনাও দেন তিনি। পবিত্র রমজান মাস ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের বৈসাবি উপলক্ষে যাতে জেলা প্রশাসনের দেওয়া মূল্য তালিকা অনুযায়ি বিক্রেতা পণ্য বেচা কেনা করছে কিনা পুরো বনরূপা বাজার ঘুরে দেখেন তিনি।
এসময় রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া উপস্থিত ছিলেন।
রাঙামাটি জেলা প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখি থাকলেও জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের মূল্য তালিকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর বাইরে কেউ অতিরিক্ত দাম আদায় করলে জরিমানাসহ কঠোর শাস্তি ভোগ করতে হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন