বিরামপুর রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সেপ্রেস ট্রেনের ধাক্কায় মাজেদা বেগম নামের এক বৃদ্ধা মারা গেছেন। মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে দিনাজপুরের বিরামপুর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
মৃত মাজেদা বেগম (৬০) বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের উত্তর দাউদপুর গ্রামের মোফাজ্জল হোসেনের (মাকাওলা) স্ত্রী।
স্থানীয়রা জানান, মানসিক ভারসাম্যহীন মাজেদা খাতুন রেলস্টেশন এলাকায় ঘুরাঘুরি করছিলেন। রেলস্টেশন অতিক্রমকালে লাইন পারাপার হতে গিয়ে ওই ট্রেনের ধাক্কায় মারা যায় মাজেদা বেগম।
বিরামপুর রেলস্টেশন মাস্টার রফিক চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, ভোর পৌনে ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সেপ্রেস ট্রেনটি বিরামপুর রেলস্টেশন প্লাটফর্ম ত্যাগ করার সময় মাজেদা বেগম ওই ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে যান। এসময় মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
দিনাজপুরের হিলি রেলওয়ে থানার ইনচার্জ কাইকোবাদ হোসেন জানান, কুড়িগ্রাম এক্সেপ্রেস ট্রেনের ধাক্কায় মাজেদা বেগম নামের এক বৃদ্ধা মারা গেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার লাশ উদ্ধার করা হয়। কোনো আপত্তি না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এএ