কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে পেয়ার উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আব্দুল জলিলকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে আব্দুল জলিলকে কুড়িগ্রাম আদালতে নেয়ার পর তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরির্দশক অনিল কুমার রায় জানান, সোমবার রাতে অভিযান চালিয়ে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখা কামারপাড়া গ্রামে জনৈক নজরুল ইসলামের বাড়ী থেকে অভিযুক্ত আব্দুল জলিলকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী হত্যায় ব্যবহৃত ছুরিটি বাড়ি থেকে ২শ’ গজ দূরে একটি ধান খেত থেকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সোমবার নিহত পেয়ার উদ্দিনের ময়নাতদন্ত রংপুর কোতয়ালী থানায় সম্পন্ন করার পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। নিহতের স্ত্রী গত রবিবার রাজারহাট থানায় মামলা করেন।
উল্লেখ্য, গত রবিবার সন্ধ্যায় পারিবারিক কলহের জেরে পিতা পয়ার উদ্দিনের উপর উপর্যুপরি ছুরিকাঘাত করে তার ছেলে আব্দুল জলিল। এসময় মা জুলেখা খাতুন এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত করে। পরে মুমূর্ষু অবস্থায় পেয়ার উদ্দিনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সোমবার দুপুরে মারা যান পেয়ার উদ্দিন।
বিডি প্রতিদিন/এএম