বাগেরহাটের মোরেলগঞ্জে পাঁচটি বালুর ড্রেজারকে ১ লাখ ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন মোবাইল কোর্ট। মঙ্গলবার বেলা ২টার দিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আলী হাসান পুলিশ ও কোষ্টগার্ডের সহযোগীতায় পানগুছি নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু সংগ্রহকারী ৫টি ড্রেজারকে হাতেনাতে ধরে অর্থদন্ড দেন।
দন্ডপ্রাপ্ত ড্রেজারগুলো হচ্ছে এমবি আমেনা মান্নান ৩০ হাজার, এমবি রিফাত আমীন ৩০ হাজার, এমবি আরাফাত ৩০ হাজার, এমবি সাজিদ ৩০ হাজার ও মায়ের দোয়া ১ হাজার টাকা।
বিডি প্রতিদিন/এএ