মানিকগঞ্জের সাটুরিয়ায় পিক-আপ চাপায় স্বপ্না আক্তার (১৮) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছে। রবিবার সকাল ১১টার দিকে সাটুরিয়া উপজেলার তিল্লি ব্রীজের ঢালে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা স্বপ্নাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। সে মানিকগঞ্জ সরকারী মহিলা কলেজের ২য় বর্ষের ছাত্রী এবং তিল্লি ইউনিয়নের দক্ষিন আয়না পুর গ্রামের আব্দুল হালিম মিয়ার কন্যা।
তিল্লি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম ধলা বলেন, আজ সকালে স্বপ্না নিজ বাড়ি থেকে মানিকগঞ্জ সরকারী মহিলা কলেজে যাবার সময় তিল্লী ব্রীজের ঢালে পিছন থেকে একটি পিকআপ চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে মানিকগঞ্জ হাসপাতালে নেবার পথে মারা যায়।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আশরাফুল আলম বলেন, কলেজ ছাত্রী পিকআপ চাপায় নিহতের বিষয়টি আমি মৌখিকভাবে শুনেছি। অভিযোগ পেলে আইনি ব্যাবস্থা গ্রহণ করা হবে ।
বিডি প্রতিদিন/এএ