ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের উত্তর খয়রাকুড়ি এলাকার বয়োবৃৃদ্ধ পরিতোষ-রিনা দম্পতি অন্যের আশ্রয় ছেড়ে এখন থাকবেন দুই কক্ষের দৃষ্টিনন্দন পাকাবাড়িতে। থানা পুলিশ মাধ্যমে নতুন ঠিকানা পেয়ে আবেগে আপ্লুত এই দম্পতি।
‘মুজিব বর্ষের অঙ্গীকার, গৃহহীন থাকবে না একটি পরিবার’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে গৃহহীনদের ঘর তৈরি করে দেওয়ার জন্য পুলিশ হেডকোয়ার্টারে নামের তালিকা পাঠায় ময়মনসিংহ জেলা পুলিশ। এরপর হালুয়াঘাট থানা পুলিশের সার্বিক তত্ত্বাবধায়নে দুই রুম বিশিষ্ট ঘর নির্মাণ সম্পন্ন হয়। সেই ঘরে দেওয়া হয়েছে দুটি ফ্যান, দুইটি লাইট, একটি বাথরুম ও একটি টিউবওয়েল।
আজ রবিবার (১০ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পুলিশের আইজিপি বেনজীর আহমেদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের ন্যায় হালুয়াঘাট থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেস্ক এবং বাংলাদেশ পুলিশের মাধ্যমে বাস্তবায়িত গৃহহীনদের জন্য নির্মিত ঘর হস্তান্তর উদ্বোধন করেন। তারই ধারাবাহিকতায় হালুয়াঘাট থানা পুলিশের পক্ষ থেকে বিশেষ ডিজাইনের নির্মিত ঘরটি অসহায় পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়।
নতুন ঘর পেয়ে ওই দম্পতি জানান, তাদের সন্তানাদি সহ মাথা গোঁজার ঠাঁই ছিল অন্যের বাড়িতে। তাদেরকে খুঁজে বের করে পরিবারের পাশে দাঁড়িয়েছে থানা পুলিশের লোকজন। করে দিয়েছেন নতুন ঘর। সেখানে জীবনের বাকী সময়টুকুতে সন্তানদের নিয়ে বসবাস করবেন তারা।
ঘর হস্তান্তর প্রক্রিয়া শেষে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুজ্জামান খান বলেন, বাংলাদেশ পুলিশের জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে দেশের প্রতিটি থানার ন্যায় অত্র থানায় ঘর পেয়েছে একটি ভূমিহীন পরিবার। হতদরিদ্র ওই পরিবারটি খুব খুশি হয়েছে। পরিবারটি বাকি জীবন কিছুটা হলেও সাচ্ছন্দে কাটাতে পারবে।
বিডি প্রতিদিন/হিমেল