ময়মনসিংহের গৌরীপুরে শিশুকে ধর্ষণচেষ্টা মামলার আসামি মামুন মিয়াকে (২৩) গ্রেফতার করেছে র্যাব-১৪। মামুন মিয়া জেলার গৌরীপুর উপজেলার কোনাপাড়া গ্রামের মো. শাবদুল মিয়ার ছেলে।
রবিবার দুপুরে র্যাব-১৪’র কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এই বিষয়ে র্যাব-১৪’র কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় বলেন, গতকাল শনিবার বেলা ১১টার দিকে গৌরীপুর থানা এলাকায় দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রী স্কুলে যাচ্ছিল। এ সময় মামুন মিয়া ওই শিশুকে আম পেরে দেয়ার কথা বলে স্কুল থেকে প্রায় ৫০০ মিটার দূরের একটি বাঁশ বাগানে নিয়ে ধর্ষণ চেষ্টা করে।
এ সময় স্থানীয় একজন বাঁশ কাটতে আসলে তাকে দেখে মামুন মিয়া দৌড়ে পালিয়ে যায়। পরে ওই ব্যক্তি শিশুকে উদ্ধার করে। তিনি আরও জানান, এ ঘটনায় ওই দিন রাতেই শিশুর বাবা বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা দায়ের করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে মামুন মিয়াকে গ্রেফতার করে র্যাব।
বিডি প্রতিদিন/আবু জাফর