রাজনৈতিক মদতপুষ্ট প্রভাবশালী সিন্ডিকেটের দ্বারা অনিয়ম-দুর্নীতির কারণে বাঁধ ভেঙে চাপতির হাওরের বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। উপজেলা আওয়ামী লীগে জনৈক প্রভাবশালী নেতার ছত্রছায়ায় এই অপকর্ম ঘটে আসছে। পুরো উপজেলাসহ চাপতির হাওরের ১৫, ১৬, ১৭ ও ৮২ নম্বর প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) কমিটির দায়িত্বে একই পরিবারের লোকজনের হাতে তুলে দিয়েছেন ওই নেতা। পিআইসিগুলোর অবহেলা ও দুর্নীতির কারণে উপজেলার বৃহৎ এই হাওরের ফসল ডুবে হাজারো কৃষকের স্বপ্নের সলিস সমাধি ঘটেছে। কৃষকের স্বার্থে তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
দিরাই উপজেলার চাপতির হাওরের বৈশাখী বাঁধ ভেঙে প্রায় সাড়ে চার হাজার জমির বোরো ধান তলিয়ে যাওয়ার প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলন এই কথা বলেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।
রবিবার বেলা ৩টায় সুনামগঞ্জ পৌর শহরের পৌরবিপণির একটি সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন কৃষক নূরে আলম চৌধুরী, রায়হান মিয়া, নজির মিয়া, তহুর আলম, আতাউর রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ