কুমিল্লার নাঙ্গলকোটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। রবিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় নাঙ্গলকোট উপজেলার ১ হাজার ৮০০ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে ১৪ লক্ষ টাকার বীজ ও সার বিতরণ করা হয়।
এতে প্রতিজন কৃষককে ৫ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার আশ্রাফুল হকের সভাপতিত্বে প্রণোদনা বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন কালু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম।
বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপক জয়নাল আবেদীন, নাঙ্গলকোট পৌর মেয়র আব্দুল মালেক, উপ-সহকারী কৃষি অফিসার আফাজ উদ্দিন সোহেল ও জুনায়েদ হাসান প্রমুখ।
বিডি প্রতিদিন/আবু জাফর