রাঙামাটি জাতীয়তাবাদী মহিলা দলের নতুন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পদবঞ্চিত নেত্রীরা। রবিবার দুপুর সাড়ে ১২টায় রাঙামাটি শহরের একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সভানেত্রী মিনারা বেগম লিখিত বক্তব্য পাঠ করেন।
এসময় রাঙামাটি জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সাধারণ সাহিদা আক্তার, সাবেক সহ-সভাপতি মনোয়ার বেগম উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে রাঙামাটি জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক সাহিদা আক্তার বলেন, ‘বহু বছর ধরে যারা জিয়ার সৈনিক হয়ে মাঠে ঘাটে কাজ করছে তাদের বাদ দিয়ে কেন্দ্র অগণতান্ত্রিকভাবে রাঙামাটি মহিলা দলের কমিটি গঠন করেছে। এ কমিটি একেবারেই গ্রহণযোগ্য নয়। তারই প্রতিবাদে রাঙামাটি জাতীয়তাবাদী মহিলা দলের ত্যাগিরা একসাথে পদত্যাগ করছে কমিটি থেকে।
অবিলম্বে রাঙামাটি জাতীয়তাবাদী মহিলা দলের গঠন হওয়া কমিটি বাতিল করতে কেন্দ্রীয় নেতাকর্মীদের প্রতি দাবি জানান তারা।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ