কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, জয়পুরহাট জেলার উন্নয়ন ব্যবসায়ীদের ছাড়া সম্ভব নয়। দুই বছরের মধ্যে কেউ আর বলতে পারবে না অবহেলিত জেলা জয়পুরহাট। এ জন্য এ জেলায় নতুন নতুন শিল্প কারখানা স্থাপনে ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে। দল মত নির্বিশেষে সকল মানুষের জন্য আমার হৃদয়ের দরজা খোলা আমাকে ব্যবহার করুন।
রবিবার বিকালে পৌর কমিউনিটি সেন্টারে জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ৩৭তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হুইপ স্বপন আরও বলেন, ব্যবসায়ীরা যেন নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারে এবং যারা ভোক্তা তারা যেন ব্যবসায়ীদের কাছ থেকে প্রতারিত না হয় সে দিকেও খেয়াল রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।
জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আহসান কবির এপ্লবের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাবেক পৌর মেয়র আব্দুল আজিজ মোল্লা, জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আনোয়ারুল হক আনু, আব্দুল হাকিম মন্ডল।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন